যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

অনলাইন ডেস্ক :

 

যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে মেটা। ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই প্রোগ্রামের পরিবর্তে তারা চালু করছে ‘কমিউনিটি নোটস’ নামে একটি নতুন ব্যবস্থা, যা ইলন মাস্কের মালিকানাধীন এক্স-এর মডেলের অনুরূপ।

মেটার নতুন এই কমিউনিটি নোটস মডেলে ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসের পোস্টে ভুল তথ্য বা ভুল বোঝার সম্ভাবনা থাকলে তা চিহ্নিত করতে পারবেন এবং প্রাসঙ্গিক ব্যাখ্যা সংযুক্ত করার সুযোগ পাবেন। ফলে স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞদের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজনীয়তা আর থাকবে না।

মঙ্গলবার এক বিবৃতিতে মেটা বলেছে, বিশেষজ্ঞদেরও নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং পক্ষপাত থাকে। এটি প্রমাণিত হয়েছে যে, কোন বিষয়টি ফ্যাক্ট-চেক করা হবে এবং কীভাবে তা নির্ধারণে তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি প্রভাব ফেলে। এমন একটি প্রোগ্রাম, যা তথ্য প্রদানে সহায়ক হওয়ার কথা, তা প্রায়ই সেন্সরের হাতিয়ারে পরিণত হয়েছে।

মেটা আরও উল্লেখ করেছে, তাদের কনটেন্ট ব্যবস্থাপনার প্রচেষ্টা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, এতে ব্যবহারকারীরা হতাশ হচ্ছেন এবং এটি প্রায়ই মতপ্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে।
যুক্তরাষ্ট্রে আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে ‘কমিউনিটি নোটস’ চালু করা হবে এবং বছরব্যাপী এর উন্নয়ন অব্যাহত থাকবে বলে জানিয়েছে মার্ক জাকারবার্গের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

ফ্যাক্ট-চেক করা কনটেন্টকে ডিমোশন দেওয়া বন্ধ করে মেটা পোস্টের সঙ্গে একটি লেবেল যুক্ত করবে, যা ব্যবহারকারীদের জানাবে পোস্টটির সঙ্গে অতিরিক্ত তথ্য রয়েছে। আগের মতো পূর্ণ স্ক্রিন সতর্কবার্তা দেখিয়ে পোস্টে প্রবেশে বাধা আর থাকবে না। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *