
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা,ও গরিব ছিন্নমূল মানুষের মধ্যে প্রায় ৫ শত পিচ শীতবস্ত (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ।
রোববার (৫ জানুয়ারি) ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মাদ্রাসা এতিমখানা ছিন্নমল অসহায় মানুষের মধ্যে ৫ শত পিচ শীতবস্তু( কম্বল) বিনামূল্যে বিতরণ করা হয়।
পরানখালী এতিমখানা লিল্লাহ বোর্ডিং ও হাফেজিয়া মাদ্রাসা, ভেড়ামারা ফজলুল উলুম কাওমি মাদ্রাসা, ঝুপড়ি পাড়া, আদর্শ ডিগ্রী কলেজের পাশে হঠাৎ পাড়া,রেল স্টেশনে, হাসপাতাল রোড হঠাত পাড়াতে এতিম শিক্ষার্থী অসহায় গরিব ছিন্নমূল শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ।
উপস্থিত ছিলেন– উপজেলা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, ভেড়ামারা উপজেলা বিএনপি`র সাবেক সভাপতি শিহাবুল ইসলাম, রবিউল ইসলাম (প্রধান সহকারী, ভেড়ামারা পৌরসভা), আব্দুল্লাহ আল মামুন (অধ্যক্ষ, ফজলুল উলুম কওমি মাদ্রাসা), জিয়াউর রহমান (সঞ্চয় সেক্রেটারি, ফজলুল উলুম কওমি মাদ্রাসা), হাফেজ মাও. মো. আনিকুর ইসলাম (অধ্যক্ষ, পরানখালী এতিমখানা) সহ আরো অনেকে।
শীত বস্তু (কম্বল) নিতে আসা ছিন্নমল অসহায় মানুষের মধ্যে রাবেয়া ও মমিনুল জানান, আমরা বিগত ১৫ বছর চেয়ারম্যান মেম্বারদের কাছ ধন্না ধরেও একটা কম্বল পাই নাই। আর স্যার আমাদের বাড়ির পরে এসে কম্বল দিয়ে গেলো এতে আমরা খুব খুশি।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও গরিব অসহায় ছিন্নমূল মানুষদের মধ্যে শীতবস্ত (কম্বল) বিতরণ করা হয়েছে আগামীতে আরো দেওয়া হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.