Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১৮৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

 

রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৯টায় মিরপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত কেউ আটক হয়নি।

 

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন পরিত্যক্ত একটি ভবনে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১৮৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার ৫ লক্ষ ৬৭ হাজার ৩০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

 

উদ্ধার হওয়া মাদক ইয়াবা ট্যাবলেট ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন দফতরের স্টোরে জমা রাখা হয়েছে । এ ঘটনায় মিরপুর থানায় একটি জিডি করেছে বিজিবি।

Exit mobile version