অনলাইন ডেস্ক :
২০২৪ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে অন্তত ২ হাজার ২০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের ইউরোপ ও মধ্য এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক রেজিনা ডি ডোমিনিসিস।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালে শুধু মধ্য ভূমধ্যসাগরীয় রুটে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৭০০ অভিবাসী। আর ভূমধ্যসাগরজুড়ে এই সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়েছে, যার মধ্যে কয়েকশ শিশু রয়েছে। ভূমধ্যসাগর হয়ে যাত্রা করা অভিবাসীদের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজন শিশু। যারা এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে।
ইউনিসেফের ইউরোপ ও মধ্য-এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক রেজিনা ডি ডোমিনিসিস বলেন, এই সংখ্যার মধ্যে ভুক্তভোগী শত শত শিশু রয়েছে। ভূমধ্যসাগর হয়ে যাত্রা করা অভিবাসীদের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজন শিশু। যারা এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।সূত্র : রয়টার্স।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.