আজও অনেকটা এমনই থাকতে পারে কুয়াশা। সূর্যের আলোর প্রাপ্যতাও কমবে। ফলে শীতের অনুভূতিও খানিকটা বাড়তে পারে। এদিকে শীতের অনুভূতি বাড়লেও গতকাল সারা দেশে সেই অর্থে সর্বনিম্ন তাপমাত্রা কমেনি। বরং অনেক অঞ্চলেই গতকাল সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও উত্তরের বাতাস ও কুয়াশার কারণে সূর্যের আলোর প্রাপ্যতা কমে যাওয়ায় মূলত শীতের অনুভূতি বেড়েছে।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল দেশের সর্ব উত্তরের এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের অনেক অঞ্চলে বাড়লেও রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা কমেছে প্রায় ১.৭ ডিগ্রি সেলসিয়াস।