প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৮:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১২:১০ এ.এম
শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে কুয়াশা : আবহাওয়া অধিদপ্তর
অনলাইন ডেস্ক :
কুয়াশার ঘনত্ব বেড়েছে। ফলে সূর্যের আলো পুরোপুরি আসতে পারেনি ভূপৃষ্ঠে। রাজধানীসহ দেশের অনেক অঞ্চলেই ছিল মৃদু উত্তরের বাতাস। সব মিলিয়েই বুধবার শীতের অনুভূতি বেড়েছে প্রায় সারা দেশেই।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবারও সারা দেশে কুয়াশা বেশি থাকতে পারে। খানিকটা বাড়তে পারে শীতের অনুভূতিও। আগামী শুক্রবার থেকে আবার কুয়াশা কমতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদরা। তবে কুয়াশা কমলেও শীতের অনুভূতি বেশি থাকতে পারে বৃহস্পতিবার।
শুক্রবারও দেশের কোনো কোনো অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহও থাকতে পারে। শনিবার থেকে আবার দিন ও রাতের তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিন তাপমাত্রা কমতে পারে। ফলে শীতের অনুভূতি আরো কিছুটা বাড়তে পারে এই দুই দিনে।
হয়তো কিছু কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শনিবার থেকে আবার তাপমাত্রা বেড়ে পরিস্থিতির উন্নতি হতে পারে।’বজলুর রশিদ জানান, বুধবার দেশের বড় একটি অংশে কুয়াশা থাকলেও খুলনার দিকে কম ছিল। দেশের বেশ কিছু অঞ্চলে সূর্যের দেখাও মিলেছে কমবেশি। তবে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকার কিছু অংশে সেই অর্থে সূর্যের দেখা মেলেনি।
আজও অনেকটা এমনই থাকতে পারে কুয়াশা। সূর্যের আলোর প্রাপ্যতাও কমবে। ফলে শীতের অনুভূতিও খানিকটা বাড়তে পারে। এদিকে শীতের অনুভূতি বাড়লেও গতকাল সারা দেশে সেই অর্থে সর্বনিম্ন তাপমাত্রা কমেনি। বরং অনেক অঞ্চলেই গতকাল সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও উত্তরের বাতাস ও কুয়াশার কারণে সূর্যের আলোর প্রাপ্যতা কমে যাওয়ায় মূলত শীতের অনুভূতি বেড়েছে।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল দেশের সর্ব উত্তরের এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের অনেক অঞ্চলে বাড়লেও রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা কমেছে প্রায় ১.৭ ডিগ্রি সেলসিয়াস।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.