রাজবাড়ীতে ৩ বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি :

 

ইয়াবা কারবারিকে ধরতে গিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ৩টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও শূন্য তিনটি ম্যাগজিন উদ্ধার করেছে। বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনের নির্দেশনায় বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার এসআই মাহবুব এসআই জুয়েল এসআই সেলিম সঙ্গীও ফোর্সসহ মাদক ও ওয়ারেন্ট উদ্ধার অভিযানের জন্য গোধূলি পার্কের সামনে অবস্থান নেয়। এখানে ইয়াবা বেচাকেনা হবে এমন সংবাদের ভিত্তিতে।

এসময় ইয়াবা দেওয়ার জন্য গোধূলি পার্কের পাশে পাকা রাস্তার ওপর জনৈক সাদ্দাম হোসেন মোটরসাইকেল যোগে আসে। তখন সাদ্দাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল যোগে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজার এলাকায় পৌঁছায় এবং তার নিজ দোকানের সামনে মোটরসাইকেল রেখে কৌশলে দ্রুত শটকে পড়ে। তখন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার পিছু নিয়ে সম্রাট নগর বাজার এলাকায় পৌঁছে জন সম্মুখে সাদ্দামের ওই পাইপের গুদাম ঘরে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালে উপরোক্ত ৩টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও শূন্য তিনটি ম্যাগজিন উদ্ধার করে।
 ওসি আরো বলেন, উপরোক্ত বিষয়ে থানা ও রাজবাড়ী ডিবি পুলিশের সহায়তায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *