অনলাইন ডেস্ক :
বুধবার রাত দশটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সেলের সদস্যদের নাম ঘোষণা করা হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, ‘আমরা মনে করেছিলাম জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারসহ অন্য সকলে কাজ করবেন। এ ব্যপারে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেগুলো একেবারে অপ্রতুল।
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের সদস্য সচিব হাসান ইনাম।
বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিতকরণ লক্ষ্যে গঠিত শিক্ষানবিশ আইনজীবীদের টিমে আছেন ফারদীন হাসান আন্তন, নোমান বিন হারুন, জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম বিজয় ও জাকি হাসান ইফতি।
শহীদী স্মারক নির্মাণের লক্ষ্যে গঠিত টিমে আছেন মো. রাঈদ হোসেন, এস আই শাহিন, মনিরুজ্জামান মাজেদ, ফারহান হাসান বর্ণ, হৃদয় সজন, তাজহারুল ইসলাম, দেলোয়ার হোসেন ও সাখাওয়াত হোসেন।