বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল গঠন

অনলাইন ডেস্ক :

 

আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের পুনর্বাসন, জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন, আন্দোলনে হামলাকারীদের বিচারের আওতায় আনতে ও শহীদি স্মারক নির্মাণের লক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল গঠন করেছে। 

বুধবার রাত দশটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সেলের সদস্যদের নাম ঘোষণা করা হয়। 

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, ‘আমরা মনে করেছিলাম জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারসহ অন্য সকলে কাজ করবেন। এ ব্যপারে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেগুলো একেবারে অপ্রতুল।

বিভিন্ন কারণে আহত ভাই বোন ও শহীদদের ঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না। যেটা আমাদের জন্য অনেক দুঃখজনক। কারণ বর্তমানে আমরা যে স্বাধীনতা উপভোগ করছি সেটা একমাত্র তাদের আত্মত্যাগের কারণে।’ 
তিনি আরো বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলীরও ঠিকভাবে ডকুমেন্টেশন হচ্ছে না।

জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচারের মুখোমুখি করাসহ শাপলা গণহত্যা, বিডিয়ার হত্যাকাণ্ড এসব ঘটনার তদন্তেও মন্থর গতি লক্ষ্য করা গেছে। গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখতে যে কাজ করা দরকার ছিল শহীদ মিনার, স্মৃতি সৌদ ইত্যাদি নির্মাণ সে কাজের উদ্যোগ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে আমরা জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল ঘোষণা করছি।’  

জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের সদস্য সচিব হাসান ইনাম।

আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ক টিমে আছেন : হাসান আলী (শহীদ আরাফাতের ভাই), ইয়াছিন মিয়া, আমানুল্লাহ ফারাবী, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, নাফিসা ইসলাম সাকাফি, আনিসুর রহমান, রবিউস সানি শিপু, মাহমুদুল হাসান মঈন, হুজাইফা সম্রাট, আলী আব্বাস শাহিন, আব্দুল বাসেত, শাকিল আলী, আবুল কাশেম ওভি, মো. মেহেদি হক মামুন, সাইদুর রহমান শাহিদ, সুমন বসুনিয়া, আশা তালুকদার, তাহমিনা আক্তার মিম ও সালোয়া আক্তার এ্যানি। জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন বিষয়ক টিমে আছেন স্মৃতি আফরোজ সুমি, এহসানুল মাহবুব জুবায়ের, সালমান সা’দ, অদ্বিতীয়া মুকুল, আব্দুল্লাহ আরিয়ান, শেখ ফাহিম ফয়সাল, দোলা ইসলাম, তানভীর ইসলাম অসি,  রিদওয়ান মুহসীন, তৌহিদুল ইসলাম ভূঞা, মো. সাইদুর রহমান সোহাগ, ওয়াসিমুল হাসান শাতিল, মুঈনুদ্দিন গাউছ, শাহাদাত হোসেন, মো. সজিব হোসাইন ও আর্ফিয়াস আল দ্বীন।

বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিতকরণ লক্ষ্যে গঠিত শিক্ষানবিশ আইনজীবীদের টিমে আছেন ফারদীন হাসান আন্তন, নোমান বিন হারুন, জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম বিজয় ও জাকি হাসান ইফতি।

শহীদী স্মারক নির্মাণের লক্ষ্যে গঠিত টিমে আছেন মো. রাঈদ হোসেন, এস আই শাহিন, মনিরুজ্জামান মাজেদ, ফারহান হাসান বর্ণ, হৃদয় সজন, তাজহারুল ইসলাম, দেলোয়ার হোসেন ও সাখাওয়াত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *