

কুষ্টিয়া প্রতিনিধি : আজ ২২/৯/২০১৯ সিএইচসিপিদের ৩মাস ব্যাপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান রোচাস রেস্টুরেন্ট, মফিজ পাগলার মোড়, বগুড়ায় অনুষ্ঠিত হলো। প্রধান অতিথি ড.মোঃ ইউনুস আলী প্রামাণিক, এমডি, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, ঢাকা। বিশেষ অতিথি ডাঃ মোস্তফা আলম নান্নু, সভাপতি বিএমএ বগুড়া, ডাঃ বরেন্দ্র নাথ মন্ডল পরামর্শক, সিবিএইচসি, ডাঃ এটিএম নুরুজ্জামান তত্ত্বাবধায়ক ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া ডাঃ মোঃ গওসুল আজিম চৌধুরী সিভিল সার্জন, জনাব মোহাঃ শামীম রেজা প্রশিক্ষণ কর্মকর্তা, সিবিএইচসি, ঢাকা। সভাপতি ডাঃ মোঃ সামির হোসেন মিশু উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা বগুড়া সদর। উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সকল, সিএইচসিপিসহ ট্রেনিং এর ফ্যাসিলিটেটর ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী।