ঝিনাইদহ প্রতিনিধি :
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
এর আগে, গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের কলা বাগান থেকে লক্ষ্মী বিশ্বাসকে (২৮) আটক করা হয়।আটক লক্ষ্মী বিশ্বাস ভারতের হাঁসখালি থানার উলাসী গ্রামের বিপ্লব বিশ্বাসের স্ত্রী।
আটককৃত ভারতীয় নাগরিককে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে।