প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ৯:৪৬ পি.এম
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
এর আগে, গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের কলা বাগান থেকে লক্ষ্মী বিশ্বাসকে (২৮) আটক করা হয়।আটক লক্ষ্মী বিশ্বাস ভারতের হাঁসখালি থানার উলাসী গ্রামের বিপ্লব বিশ্বাসের স্ত্রী।
বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের মো. মহসীনের বাড়িতে একজন ভারতীয় নাগরিক অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাঘাডাংগা বিওপির চৌকস দল সীমান্ত পিলার ৬০-৩৩ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাবাগান থেকে লক্ষ্মী বিশ্বাসকে আটক করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিককে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.