আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ‘বোলার’ সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক :

 

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে ব্যাটার হিসেবে তিনি খেলা চালিয়ে যেতে পারবেন।

বোলিং অ্যাকশন পরীক্ষায় ফের ফেল করেছেন সাকিব। ফলে তার ওপর দেয়া নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বোলিং নিষেধাজ্ঞা বহাল থাকছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলা সাকিবের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হিসেবে প্রতিবেদন দিয়েছিলেন আম্পায়াররা। যার ফলশ্রুতিতে ইংল্যান্ডে লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে একটি স্বাধীন পর্যবেক্ষণ শেষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে। এই ঘোষণার ফলে আইসিসি সদস্য দেশগুলোর আয়োজিত এবং অনুমোদিত ক্রিকেট প্রতিযোগিতায় বোলিং করার বৈধতা হারিয়েছিলেন সাকিব।

গত মাসে ভারতের চেন্নাইতে শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্স এ সাকিবের বোলিং অ্যাকশনের আরেকটি পর্যবেক্ষণ সম্পন্ন হয়। এখানেও সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়া যায়। ফলে সাকিব বোলিং করা বৈধতা হারিয়েছেন। এর ফলে ইসিবি’র দেয়া নিষেধাজ্ঞাই বহাল থাকছে।

পরপর দুটি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আগামী এক বছর আর কোনো ধরণের পরীক্ষায় অংশ নিতে পারবেন না সাকিব। এই সময় পর আবার পরীক্ষা দিয়ে তাকে সফল হতে হবে, তবেই আবার বল করতে পারবেন। তবে ঘরোয়া এবং আন্তর্জাতিক কোন সংস্করণেই ব্যাটার হিসেবে খেলতে তার বাধা নেই, জানিয়েছে বিসিবি।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *