অনলাইন ডেস্ক :
ব্রাজিলিয়ান তারকা নেইমার সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌসুম শেষে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ইঙ্গিত দেন। এরপর থেকেই গুঞ্জন, বার্সার সেই ত্রয়ী মেসি-সুয়ারেজ ও নেইমারকে দেখা যাবে এবার। তবে সেই স্বপ্ন দেখা ফুটবলপ্রেমীদের হতাশ করলেন মায়ামির আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাসচেরানো।
নেইমারকে ইন্টার মায়ামিতে আনা নিয়ে মাসচেরানো বলেন, ‘আমরা নেইমারের বিষয়ে কথা বলতে পারি না, কারণ (এর জন্য) আমাদের কিছুই নেই। অবশ্যই নেইমার অসাধারণ এক খেলোয়াড়। বিশ্বের প্রত্যেক কোচই তাকে পেতে চাইবে; কিন্তু এই মুহূর্তে এখানে দলগুলোর বেতনের সীমা নিয়ে এমএলএসের একটা নিয়ম আছে। তাতে, বর্তমানে তাকে দলে আনার চেষ্টা করাটাও অসম্ভব।’
উল্লেখ্য, ফুটবলের সবচেয়ে ভয় জাগানিয়া আক্রমণভাগ ছিল তখন বার্সার। মেসি ও সুয়ারেজের সঙ্গে নেইমার গড়েছিলেন ত্রিফলা আক্রমণভাগ। পরে ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে নেইমার পিএসজিতে পাড়ি জমালে ভেঙে যায় ভয়ঙ্কর সেই আক্রমণভাগ। এরপর নেইমার এখন সৌদি আরবের ক্লাব আল-হিলালে। যদিও চোট পিছু ছাড়েনি তার। এখানে তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। এরপর ক্লাব ছাড়তে হবে তাকে। কোথায় যাবেন নেইমার; তা নিয়ে হচ্ছে আলোচনা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.