কুষ্টিয়ার কুমারখালীতে পাবলিক লাইব্রেরির দেওয়ালে ১১০ চিত্রকর্ম প্রদর্শনী

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীর কুলঘেঁষে অবস্থিত কুমারখালী পাবলিক লাইব্রেরি। আধাপাকা লাইব্রেরির উত্তর-পূর্ব-দক্ষিণ দেওয়ালে টাঙানো হয়েছে জুলাই বিপ্লব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি, কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, গ্রামীণ চিত্রসহ অন্তত ১১০টি চিত্র। সেগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কেউ আবার স্মার্টফোনে ছবির সঙ্গে নিজেকে ফ্রেমবন্দী করছেন। 

 

শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

 

রং-তুলি ও কাগজে চিত্রগুলো এঁকেছেন রাজশাহী, কুষ্টিয়ার ইসলামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের প্রায় ২৭ জন শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩ জন নানা বয়সি শিক্ষার্থী।

 

জানা গেছে, প্রথমবারের মতো এ উপজেলায় সাত দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শিশু শিল্পীদের উৎসাহ প্রদানে এবং মেধা বিকাশের লক্ষ্যে এমন আয়োজন করে স্বেচ্ছাসেবি সংগঠন ড. নাসের ফাউন্ডেশন। শনিবার বিকেল সাড়ে ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও আর্ট বাংলার সহযোগীতায় চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড.আজাহারুল ইসলাম চঞ্চল। 

 

ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের চেয়ারপার্সন ড. মো. আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, ঢাবির চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক ও আর্ট বাংলা ফাউন্ডেশনের মহা-পরিচালক হারুন অর রশিদ টুটুল। কুমারখালী পাবলিক লাইব্রেরিতে এ প্রদর্শনী চলবে ১৮ জানুয়ারি রাত ৮ টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *