অনলাইন ডেস্ক :
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘শনিবার সামগ্রিকভাবে দেশের তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফলে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল দিনের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে।
এদিকে শনিবার পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আগের দিনের তুলনায় কমেছে শৈত্যপ্রবাহের তীব্রতা ও বিস্তৃতি। আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।