ডিপি ডেস্ক :
শনিবার (১১ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন।
তিনি বলেন, চুরির ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে চোরদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি।তাদের কাছ থেকে কিছু চোরাই স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।