লালমনিরহাটে মন্দিরের দরজা ভেঙে প্রতিমার স্বর্ণের চেন ও মুকুট চুরি

ডিপি ডেস্ক :

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডা শ্রী শ্রী ভবতারিণী কালী মন্দির থেকে মন্দিরের দরজা ভেঙে প্রায় ৩ লাখ টাকার স্বর্ণের চেন ও একটি মুকুটসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ থানায় মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, ওই দিন ভোরে মন্দিরে চুরির ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, সকালে ফুলের বাগানে স্প্রে করতে যান মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস। এ সময় একটি টিনের ঘরের দরজা ভাঙা দেখে ভেতরে গিয়ে দেখেন ঘরের টিউবওয়েলের হাতল নেই পরে তিনি কমিটির সদস্যদের খবর দেন। পরে মন্দিরে গিয়ে দেখেন দরজা ভাঙা। মন্দিরের ভেতরে গেলে দেখা যায় স্বর্ণের ৩টি চেন, স্বর্ণের একটি মুকুট ও অষ্টধাতুর একটি প্রতিভা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়াও সিসি ক্যামেরাসহ মন্দিরের বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায় তারা।

 

খবর পেয়ে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা পরিদর্শন করেন। এ সময় লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম দ্রুত চোরসহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস বলেন, প্রায় তিন লাখ টাকার সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেছে। এর আগে এ এলাকায় এমন ঘটনা কখনোই ঘটেনি। যার ফলে হিন্দু সম্প্রদায়সহ সব সম্প্রদায়ের মানুষরা কষ্ট পেয়েছে। আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, তারা সুষ্ঠু তদন্ত করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, মন্দির চুরি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মন্দিরে পুলিশ মোতায়ন করা হয়েছে। তদন্ত চলছে, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *