বিনোদন ডেস্ক : পরিবেশবাদীদের প্রবল সমালোচনার মুখে অবশেষে মেলবোর্ন কাপে টেইলর সুইফটের কনসার্ট বাতিল হল। ৫ নভেম্বর অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় মার্কিন গায়িকার গাওয়ার কথা ছিল।
মেলবোর্ন কাপের আয়োজক ‘দ্য ভিক্টোরিয়া রেসিং ক্লাব’এক বিবৃতিতে জানায়, ‘দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি, টেইলর সুইফট আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। ওই সময় তিনি এশিয়ায় ট্যুর নিয়ে ব্যস্ত থাকবেন। আশা করি, ২০২০ সালে অস্ট্রেলিয়ার ভক্তরা সরাসরি টেইলর সুইফটের গান শুনতে পারবেন।’ কনসার্ট বাতিল বিষয়ে সুইফটের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে মেলবোর্ন কাপে তার গাওয়ার সূচি প্রকাশের পর থেকেই পরিবেশবাদীরা প্রবল আপত্তি জানিয়ে আসছিলেন। তাদের মতে, ঘোড়দৌঁড় প্রাণীদের প্রতি নির্মম আচরণের উদাহরণ। এমন আয়োজনে সুইফটের উপস্থিতি এ প্রতিযোগিতাকে আরও উৎসাহী করবে। মেলবোর্ন কাপ অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা, যা ১৮৬১ সালে থেকে হয়ে আসছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2024 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.