ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ শহরের ক্যাসেলব্রীজ সংলগ্ন ‘ল’ কলেজ মার্কেটে ৪টি ও সদর উপজেলার হাটগোপালপুর বাজারে ২৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে উভয় স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, রবিবার রাতে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘ল’ কলেজে মার্কেটে ৪টি দোকানের গ্রীলভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে। দোকানগুলোতে থাকা টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে গেছে। এ মার্কেটের দোকানগুলো সদর থানা থেকে কয়েক গজ দূরে।
অন্যদিকে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে ২৬টি দোকান ভেঙ্গে চোর প্রবেশ করে। তারা দোকানে থাকা নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে।
এব্যাপারে সদর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ চুরির স্থানগুলো পরিদর্শন করেছে। চুরি হয়েছে কিন্তু চোরেরা মালামাল নেয়নি। তবে তদন্ত করছি। খুব তাড়াতাড়ি অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হব।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.