প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১২:১২ পি.এম
বাংলাদেশে কবে শুরু হতে পারে রোজা
অনলাইন ডেস্ক :
২০২৫ সালের পবিত্র রমজান মাস শুরু এবং ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ও জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান। তিনি জানান, পবিত্র রমজান ৭ সপ্তাহ দূরে। আগামী মার্চের ১ তারিখ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
গতকাল রবিবার (১২ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
যদিও রমজান শুরু ও ঈদ চাঁদের ওপর নির্ভর করে। ধর্মীয় পণ্ডিত এবং জ্যোতির্বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত চাঁদ দেখা কমিটি চাঁদ দেখে এ তারিখ ঘোষণা করে।
এবারের রমজান মাসটি যদি ২৯ দিনের হয় তাহলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে। অন্যদিকে ৩০ দিনের হলে ৩১ মার্চ হবে ঈদ।
পবিত্র রমজান মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। ভোররাতে সাহরি খেয়ে রোজা রাখা শুরু করেন ইসলাম ধর্মাবলম্বীরা। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।আরবি ১২ মাসের মধ্যে নবমতম মাস রমজান।
এই মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন বিশ্বের ইসলাম ধর্মালম্বীরা। এ ছাড়া এই মাসটি অন্যান্য ইবাদত ও দান সদকা দেওয়ার মাধ্যমে কাটান তারা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.