Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

খুলনা প্রতিনিধি :

 

খুলনায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) খুলনা-পাইকগাছা সড়কের পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন পাইকগাছার আগড়ঘাটা এলাকার আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০)।

এ ছাড়া আহত হন মোটরসাইকেলচালক মো. হুসাইন (২২)। তিনি কয়রার আমাদীর হরিনগর গ্রামের আব্দুস সালাম গাজীর ছেলে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় গো-খাদ্য (বিচুলি) বোঝাই একটি ইঞ্জিনভ্যান অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। 

তারা আরো জানায়, আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা।

এর মধ্যে রুহুল আমিন ও ফিরোজকে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যালে স্থানান্তর করার হয়। সেখানে তাদের দুজনের মৃত্যু হয়। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফজাল হোসেন জানান, পুলিশ বিষয়টি খোঁজ নিয়ে দেখছে।

Exit mobile version