Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি :

 

ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আবু সাঈদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রশিবপুরা গ্রামের আব্বাস শেখের ছেলে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম-কালামৃধা আঞ্চলিক সড়কের চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি রাস্তা পারাপারের সময় কালামৃধা থেকে মালিগ্রামগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

এরপর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ভাঙ্গার ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য এস এম শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version