রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী বাসমালিক সমিতির শ্রমিকদের সাথে কুষ্টিয়া জেলার বাস মালিক শ্রমিকদের বিরোধে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
রবিবার (১২ জানুয়ারি) সকালে রাজবাড়ী বাসমালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১১ জানুয়ারি) দুপুর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে রাজবাড়ী থেকে ৫০ টি লোকাল এবং ৩০ টি দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
দু’দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া ও ফরিদপুরগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে গন্তব্যে যাচ্ছেন তারা। দু’দিনের মধ্যে বাস চলাচলের বিষয়টি সমাধান না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। দ্রুত সময়ের মধ্যে বাস চলাচলের দাবি তাদের।
রাজবাড়ী বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক জানান, আমরা যাত্রীদের দুর্ভোগ দূর করতে চেষ্টা করছি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.