৪০ শতাংশ ভোট না পড়লে পুনর্নির্বাচনের সুপারিশ

অনলাইন ডেস্ক :

 

জাতীয় নির্বাচনে কোনো আসনে ৪০ শতাংশ ভোট না পড়লে সেখানে পুনর্নির্বাচন আয়োজন করার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়াও নির্বাচনব্যবস্থা নিয়ে আরও বিভিন্ন সুপারিশ উঠে এসেছে কমিশনের প্রতিবেদনে।

বুধবার নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। এই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। প্রতিবেদনের নির্বাচনী ব্যবস্থা অংশে কোনো আসনে ৪০ শতাংশ ভোট না পড়লে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছে।

এছাড়াও নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিধান বাতিল করার কথা বলেছে কমিশন। নির্বাচনকালীন সময়ের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা বিভাগকে অন্তর্ভুক্ত করার সুপারিশও করেছে তারা।

পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ করা, রাজনৈতিক দলগুলোকে সৎ, যোগ্য এবং ভোটারদের কাছে গ্রহণযোগ্য প্রার্থী দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নির্বাচনে ‘না-ভোটে’র বিধান প্রবর্তন করার সুপারিশ এসেছে কমিশনের পক্ষ থেকে।

নির্বাচনে না-ভোট বিজয়ী হলে সেই নির্বাচন বাতিল করা এবং পুনর্নির্বাচনের ক্ষেত্রে বাতিল করা নির্বাচনে কোনো প্রার্থী নতুন নির্বাচনে প্রার্থী হতে না পারার বিধান করার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *