খেলার খবর : নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ায় এ ম্যাচে ড্র করলেই নিশ্চিত হবে বাংলাদেশের সেমিফাইনাল। কাঠমান্ডুর হালচক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
আসরের বর্তমান রানার্সআপ বাংলাদেশ। অন্যতম ফেবারিট হওয়ায়, শুরুটা সেরকমই করেছে অ্যান্ড্রু টার্নারের দল। লম্বা সময় বাফুফে একাডেমিতে অনুশীলন করেছে তানভীর-ফাহিমরা। নিজেদের মধ্যে বোঝাপড়াটাও ভালো। একাডেমির ৩৬ ফুটবলারের মধ্য থেকে সেরা ২৩ জন খেলছেন সাফে। প্রথম ম্যাচে জয় পাওয়ায় দল এখন অনেকটাই আত্মবিশ্বাসী। ভারতের বিপক্ষে ম্যাচের আগে হালকা অনুশীলন করেছে দল। নেই কোনো সাসপেনশন কিংবা ইনজুরি সমস্যা।
অন্যদিকে ভারত ফেবারিট হলেও এখন পর্যন্ত আসরের শিরোপা জিততে পারেনি। নিজেদের প্রথম ম্যাচ হওয়ায় তারাও চাইবে না কোনো ঝুঁকি নিতে। গেলো আসরে ভারতকে গ্রুপ পর্বের ম্যাচে হারিয়েছিলো বাংলার যুবারা। সেই স্মৃতি কিছু হলেও আত্মবিশ্বাস দেবে পিটার টার্নারের দলকে
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.