ইবি প্রতিনিধি :
দীর্ঘদিন পর বাসে হাফ ভাড়ার চেয়েও কম ভাড়ায় কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে যাতায়াত করতে পারবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
কুষ্টিয়া-ঝিনাইদহ ২০ টাকায় যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সাথে কুষ্টিয়া-ঝিনাইদহ বাস মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় গত ১৫ জানুয়ারি হেনস্তা ও মারধরের শিকার ভুক্তভোগী পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ ও তার সহপাঠীরা উপস্থিত ছিলেন। পরে বাস মালিক কর্তৃপক্ষ ভুক্তভোগীর কাছে ক্ষমা চান।
সভা সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিজস্ব পরিচয় পত্র দেখাতে হবে। বিশ্ববিদ্যালয় প্রদত্ত যেকোনো ডকুমেন্টস (হল, লাইব্রেরি বা মেডিকেল কার্ড) দেখানো এবং নবীন শিক্ষার্থীদের ভর্তির স্লিপ প্রদর্শন করা, বাস হেলপার বা ড্রাইভারের সাথে তর্ক না করা, গত ১৫ তারিখের ঘটনায় ভুক্তভোগীকে ১০ হাজার টাকা প্রদান, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ড্রাইভার বা হেলপারের সাথে তর্ক না করে বাস মালিক বা প্রক্টরিয়াল বডিকে জানানো, ক্যাম্পাস থেকে কুষ্টিয়া রুটে আগামী এক সপ্তাহের মধ্যে এবং ঝিনাইদহ রুটে আগামী শনিবার (১৮ জানুয়ারি) থেকে কার্যকর হবে। ২৪ ঘণ্টা কার্যকর থাকবে বলেও জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য ২৫ টাকা থেকে কমিয়ে ২০ টাকা ধার্য করা হয়েছে। কোনো শিক্ষার্থী বাস হেলপার বা ড্রাইভারের সাথে তর্ক না করে সরাসরি প্রক্টর বরাবর অভিযোগ দেয়ার জন্য বলবো। নিজের হাতে যেন আইন তুলে না নেন এবং হুট করে বাস আটকিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করে তার জন্য নির্দেশনা দেয়া হবে। আমরা শক্তভাবে সমাধান করেছি। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব অর্জন। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ধান্ত নিয়েছেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.