ঝিকরগাছা বাঁকড়ায় সড়ক দূরর্ঘটনায় প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক নিহত

এবিএস রনি, যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরের আরশাদ সরদার নামে এক প্রধান শিক্ষক ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন। এসময় গুরুত্বর
আহত হয়েছেন তার স্ত্রী নাজনিন নাহার।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকার উজ্জলপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। আহত নাজনিন নাহারকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
নিহত আরশাদ সরদার মণিরামপুরের দীঘিরপাড় গ্রামের আনসার সরদারের ছেলে। তিনি স্থানীয় খেদাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক।
বাঁকড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মেসবাউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার আগে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাঁকড়ার উজ্জজলপুর বোনের বাড়িতে যাচ্ছিলেন আরশাদ সরদার।
তারা উজ্জজলপুর ভান্ডারঘর পৌঁছুলে সামনে একটি ধান বোঝাই ট্রাক পড়ে। ট্রাকটিকে ওভার করে সামনে উঠতে যান তিনি। এসময় রাস্তার পাশের কাঁদায় মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে যান তারা। ঠিক তখনই ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আরশাদ সরদারের। ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *