এবার ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার : এনবিআর

অনলাইন ডেস্ক :

 

গাড়ির ওয়ার্কশপ বা মোটরসাইকেল গ্যারেজ খাতের ভ্যাট আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর জানায়, ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। তবে সেটি আবারও আগের হারে ফিরিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ ওয়ার্কশপে ভ্যাট ১০ শতাংশই থাকছে।

আজ সোমবার (২০ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সঙ্গে আলোচনা শেষে এনবিআর থেকে এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে, বিভিন্ন মহলের সমালোচনা ও সংশ্লিষ্টদের আন্দোলনের মুখে ইতোমধ্যে রেস্তোরাঁ সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে এনবিআর। পাশাপাশি তৈরি পোশাক ও মিষ্টি, নন-এসি হোটেল এবং ওষুধ ও মোবাইল খাতের ওপর ভ্যাট কমানোতে রাজি এনবিআর।

এনবিআরের দেওয়া তথ্যমতে, হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

তবে এসব বিষয় আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে ঘোষণা করা হয়নি। 

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করে। অর্থবছরের মাঝখানে এসে সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলার মতো বিভিন্ন পণ্য ও সেবায় এই ভ্যাট-শুল্ক আরোপে ব্যাপক সমালোচনা শুরু হয়। জনসাধারণ, ব্যবসায়ী, অর্থনীতিবিদেরা সবাই এর বিরোধিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *