যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক :

 

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে শপথ নেন তিনি।

গত বছরে নভেম্বরের নির্বাচনে জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন।

এই শপথ অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত ছিলেন। এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ও বিল ক্লিনটনও শপথ অনুষ্ঠানে যোগ দেন।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের শপথ ২০ জানুয়ারি দুপুর ১২টায় (গ্রিনেচ মান সময় ১৭.০০ বা বাংলাদেশ সময় সোমবার রাত ১১টা) শুরু হয়।

গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও, এবার সেটি হয়েছে ক্যাপিটল রোটুন্ডায়। বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেওয়া হয়।

ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেন সামাজিক যোগাযোগমাধ্যম মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার প্রেমিকা লরেন সানচেজ। ক্যাপিটল ভবনে অতিথিদের আসনে বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্পের ঘনিষ্ট মিত্র ইলন মাস্কও।

গত ৬  নভেম্বর প্রেসিডেন্ট পদে বিজয়ী হিসাবে আবির্ভূত হন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের রিপাবলিকান দলীয় আইনপ্রণেতারা দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেটেরও নিয়ন্ত্রণ পায়।। ফ্লোরিডায় বিজয় উল্লাসে মেতে ওঠা সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমাদের এক নজিরবিহীন ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে আমেরিকা।’ পরের দিন জাতির উদ্দেশে ভাষণ দেন জো বাইডেন। ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের প্রতিশ্রুতি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *