Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ইবিতে প্রক্টর অপসারিত, নতুন প্রক্টর নিয়োগ

কুষ্টিয়া প্রতিনিধি : আন্দোলনের মুখে সাবেক প্রক্টর ড. মাহবুবুর রহমানকে অপসারন করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে, আজ রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের বিদ্রোহীরা মিছিল করে উপাচার্যের সাথে দেখা করে তাদের দাবি জানান। উপাচার্যের কাছ থেকে আশানুরূপ ফল না পেয়ে কক্ষ থেকে বেরিয়ে তারা প্রশাসনের সামনে অবস্থান নেয়।
এ সময় তারা ‘অবৈধ প্রক্টর মানি না মানব না’ ‘প্রক্টরের চামড়া তুলে নেব আমরা’ ‘দুর্নীতিবাজ প্রক্টর মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দেয়। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে দাবি আদায়ের জন্য চাপ প্রয়োগ করে ইবি ছাত্রলীগের বিদ্রোহীপন্থীরা। এ সময় তারা প্রশাসন ভবনের দুই দিকের গেট তালাবন্ধ করে স্লোগান দিতে থাকে। রাত নয়টার দিকে চাপের মুখে দাবী মেনে নিতে বাধ্য হয় প্রশাসন। সাবেক প্রক্টর মাহবুবকে অপসারন ও ড. পরেশ চন্দ্র বর্মনকে প্রক্টর করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কর্তৃক প্রেরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি একই সঙ্গে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা পদে দায়িত্ব পালন করবেন।

Exit mobile version