
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় এক তরুণীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে আশিক নামে এক যুবক। গুরুতর আহত ওই তরুণীকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২০ জানুয়ারি, সোমবার বিকেলে জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশের মাঠে খড়ি আনতে যান ওই তরুণী। এ সময় একই গ্রামের মো. আশিক (২৮) তাকে কুপ্রস্তাব দেন। ওই তরুণী তাতে রাজি না হলে জোর করে ধর্ষণের চেষ্টা করেন।
এতে ওই তরুণী বাধা দিলে আশিক তাকে এলোপাথাড়ি কিল ঘুষি মারেন। এক পর্যায়ে আশিক ওই তরুণীর গলার বাম পাশে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করেন। এ সময় ওই তরুণী অজ্ঞান হয়ে গেলে আশিক ঘটনাস্থল থেকে পালািয়ে যায়।
খবর পেয়ে ওই তরুণীর স্বজনেরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ প্রসঙ্গে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনা শোনামাত্রই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককের কাছ থেকে ভিকটিমের শারীরিক অবস্থা ও তার পরিবারের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.