
রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীতে সাধারণ শিক্ষার্থীরা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভে ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা শহরের বড়পুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বড়পুল থেকে প্রেসক্লাব হয়ে শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাজবাড়ীতে বিষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী মীর মাহমুদ সুজন, মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ টোকন মন্ডল, ফাহাদুল ইসলাম, মো. হাসিবুল ইসলাম, মেহজান মুস্তারি আফরিন, তুষার পাটোয়ারি, সোহেল তানভীর, রাজিব মোল্লা, শিক্ষার্থী সাইমুন, মো. সজিবুল ইসলাম সজিব ও মাহাদি রাকিবুল হাসান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গতকাল ভর্তি পরীক্ষায় যে রেজাল্ট হয়েছে সেখানে কোটা পদ্ধতি মেনে রেজাল্ট প্রকাশিত হয়েছে। কোটার কারণে অনেক অযোগ্য শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছেন। কোটার জন্য হাজার হাজার মানুষের রক্ত ঝড়েছে। অনেক মানুষ শহীদ হয়েছেন। রক্তের সাথে বেইমানি করে বর্তমান সরকার কোটাপ্রথা মেনে রেজাল্ট দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এই কোটাপ্রথা সম্পূর্ণরূপে বিলুপ্তির দাবি বক্তাদের। কোটাপ্রথা বিলুপ্ত না করলে সরকারকে চরম মূল্য দিতে হবে বলে জানান তারা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.