প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৯:৫৭ পি.এম
গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম কমেছে
অনলাইন ডেস্ক :
মূল্য সংযোজন করের সমন্বয়ে কমল গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দাম। গত ১৪ জানুয়ারি অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয় ৬৭ টাকা ২৭ পয়সা, বর্তমানে তা সমন্বয় করায় হয়েছে ৬৬ টাকা ৮৫ পয়সা।
বুধবার (২২ জানুয়ারি) রাতে এক আদেশে এসব তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আদেশে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে এলপিজির ওপর আরোপিত ভ্যাটের হার পরিবর্তনের ফলে অটোগ্যাসের মূল্য ৬৭ টাকা ২৭ পয়সায় সমন্বয় করা হয়, যার মধ্যে ভ্যাট ৪ টাকা ৪১ পয়সা অন্তর্ভুক্ত করা হয়।
প্রকৃতপক্ষে এলপিজি মজুদকরণ পরবর্তী মূল্য ৫৩ টাকা ১৪ পয়সার ওপর ৭.৫ শতাংশ হারে মূসক হবে ৩ টাকা ৯৯ পয়সা। সে অনুযায়ী ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য হবে প্রতি লিটার ৬৬ টাকা ৮৫ পয়সা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.