দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে হবে : হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক :

 

নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্য রাখতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, সামনে রোজা আসছে। জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখতে হবে। দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ভ্যাটের জালে জনগণ ও ব্যবসায়ীদের দুর্বল না করে দিয়ে বরং এর বিকল্প খুঁজে বের করতে হবে; এবং তা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *