Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক :

 

ফেসবুকের মাধ্যমে বাংলাদেশে ছড়ানো ভুয়া তথ্য ও মিথ্যা খবর প্রতিরোধে উদ্যোগ নিতে মেটার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

ফেসবুককে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাবেক স্বৈরাচারী সরকারপ্রধান শেখ হাসিনার সঙ্গে জড়িত অলিগার্ক ও রাজনীতিবিদরা তাদের ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। এই ব্যক্তিরা এখন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়াতে তাদের বিপুল অর্থ ব্যয় করছে।’

জবাবে ফেসবুকের মাতৃ সংগঠন মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান স্যার নিক ক্লেগ বলেন, ‘ফেসবুক বাংলাদেশে ফ্যাক্ট-চেকিং এবং ডিজিটাল যাচাইকরণ অব্যাহত রাখবে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ দেশ, এর জনসংখ্যা বিশ্বের অষ্টম বৃহত্তম।’

তিনি আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং বন্ধ করার মেটার সিদ্ধান্ত- বাংলাদেশ এবং ইউরোপের দেশগুলোর জন্য প্রযোজ্য হবে না।’

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে মেটার বৈশ্বিক বিষয়ক প্রধান স্যার নিক ক্লেগ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এসময় অধ্যাপক ইউনূস মেটাকে বাংলাদেশের তরুণদের জন্য এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

Exit mobile version