সৌদি আরবে বজ্রঝড়ের পূর্বাভাস, নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

অনলাইন ডেস্ক :

 

সৌদি আরবের বেশ কয়েকটি এলাকায় বজ্রঝড়ের আশঙ্কা করা হচ্ছে। আগামী সোমবার (২৭ জানুয়ারি) পর্যন্ত যেকোনো সময় বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে দুর্যোগের ব্যাপারে নাগরিকদেরকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। খবর গালফ নিউজের।

প্রতিবেদন মতে, সৌদির আবহাওয়া দফতর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) সৌদির জাজান, আসির এবং দক্ষিন পশ্চিমাঞ্চলীয় আল বাহা এলাকার কিছু অংশে বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অঞ্চলগুলোর পাশাপাশি পূর্ব প্রদেশের কিছু অংশে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
 
একই সময়ে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা, আল জাওয়াফ, হা’ইল, মদিনা, আল কাসিম ও পূর্বাঞ্চলীয় প্রদেশে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে। এনসিএম অনুসারে, লোহিত সাগর উপকূলের উত্তরাঞ্চলে বালুঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
 
একইভাবে রিয়াদ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যার ফলে মুষলধারে বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ও ধুলো ও বালি উড়িয়ে বাতাস বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিক ও বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদি জেনারেল ডিরেক্টরেট অফ সিভিল ডিফেন্স তথা বেসমারিক প্রতিরক্ষা বাহিনী।

ঝড়-বৃষ্টির সময় নাগরিকদের নিরাপদ স্থানে থাকতে এবং উপত্যকা এলাকা বা যেসব জায়গায় পানি জমতে পারে এমন সব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগের জন্যও নাগরিক ও বাসিন্দাদের আহ্বানও জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *