ডিপি ডেস্ক :
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বিএনপি রাজশাহী-রংপুর বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক এবং দিনকাল বগুড়া অফিস প্রধান সাংবাদিক কালাম আজাদ এর বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের কৈগাড়ী পূর্বপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
কালাম আজাদ জানান, তারা পরিবারসহ এদিন বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে পারিবারিক কাজে অন্য স্থানে যান। এই সুযোগে চোরচক্র বাড়ির মেইন ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর বিভিন্ন ঘরের আসবাবপত্র তছনছ করে। ঘরে থাকা আলমারিসহ অন্যান্য আসবাবপত্র ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণলংকার লুট করে।
তিনি আরো জানান, সন্ধ্যা পৌনে ৭টায় তারা বাড়িতে এসে দেখেন দরজা ভিতর থেকে লাগানো। পরে আশপাশের লোকজনকে ডাকলে তারা এসে দরজাটি খুলে দেন। ভিতরে প্রবেশ করে দেখা যায় ঘরের যাবতীয় মালামাল চুরি হয়েছে। পরে পুলিশকে খবর দিলে শাজাহানপুর থানা ও বগুড়া সদর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বগুড়া জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা জানান, সাংবাদিকের বাড়ি চুরি যাওয়ার ঘটনা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। চোরচক্রদেরকে শিগগরই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.