Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক :

 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১টা ২৩ মিনিটের দিকে তীব্র ঝাঁকুনি হয়েছে।

 

গভীর রাতে রাজধানীর ভবনগুলো কেঁপে ওঠায় অনেকেই আতঙ্কিত হওয়ার কথা জানিয়েছেন।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মনিপুরের ওয়াজিংয়ে ভূকম্পনটির উৎপত্তিস্থল।

রিকটার স্কেলে ভূকম্পটির মাত্রা ছিল ৫.১। এটির গভীরতা ছিল ১০৬ কিলোমিটার। প্রতিবেশী মিয়ানমারেও ভূমিকম্পটির প্রভাব পড়েছে। 

চলতি জানুয়ারি মাসে কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

গেল ৩ ও ৭ জানুয়ারি ভূমিকম্প হয়েছে। ৩ জানুয়ারি হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে। এটি ছিল মাঝারি ধরনের। আর ৭ জানুয়ারির ভূমিকম্পটি ছিল তীব্র ধরনের।
 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গেল ২১ জানুয়ারি রিখটার স্কেলে চার দশমিক একমাত্রার ভূমিকম্প অনুভূতি হয়েছে। যেটার উৎপত্তি ছিল ভারতের মেঘালয়ের কাশি হিলস।

Exit mobile version