সিলেটে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ চুরি, পুলিশকে ৭২ ঘণ্টার আলটিমেটাম বাজুসের

ডিপি ডেস্ক :

 

সিলেট নগরের অভিজাত বিপনীবিতান আল হামলা শপিং সিটির ‘নূরানি জুয়েলার্স’ নামের দোকানের ৩ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের স্বর্ণ চুরির ঘটনার ১৪ দিন অতিবাহিত হওয়ার পরও কোনো ক্লু বের করতে পারেনি পুলিশ।

 

পুলিশকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেছেন, ‘এ সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে সিলেট নগরের বন্দরবাজারের রংমহল টাওয়ারে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাজুসের সিলেট জেলার নেতারা এই আলটিমেটাম দেন।

 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য নীহার কুমার রায় ও সিলেট জেলা শাখার সভাপতি মো. মাহবুবুর রহমান সওদাগর।

এসময় উপস্থিত ছিলেন বাজুস সিলেট জেলা শাখার সহসভাপতি আব্দুল কাদির মল্লিক, সহ-সম্পাদক ইয়াছিন আহমদ ও লক্ষণ ঘোষ, কোষাধ্যক্ষ রতন দে প্রমুখ। 

বক্তারা বলেন, ‘মামলা দায়েরের পর দফায় দফায় আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের শুধু বলা হচ্ছে, তাদের কাজ অনেকদূর এগিয়েছে। চোরদের তারা শনাক্ত করে ফেলেছেন।শিগগির গ্রেপ্তার করা হবে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

 

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বাধ্য হয়ে চোর চক্রকে ধরতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলো। এই সময়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

তাদের এই কর্মসূচির সঙ্গে আল হামরা শপিং সিটির ব্যবসায়ী নেতা, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ সিলেটের সকল ব্যবসায়ী নেতারা একাত্মতা পোষণ করেছেন বলে বাজুস নেতারা জানিয়েছেন।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘চোর চক্রকে আমরা শনাক্ত করেছি। তাদের এখনো গ্রেপ্তার করা না গেলেও তারা আমাদের গোয়েন্দা জালের মধ্যে আছে। যেকোনো সময় আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *