কুষ্টিয়ার দৌলতপুরে নদী পাড়ের মাটি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে হিসনা নদীর পাড়ের মাটি কেটে বিক্রির অভিযোগে উজ্জ্বল হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত উজ্জ্বল হোসেন উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের সাজদার রহমানের ছেলে।

বুধবার দিবাগত রাতে মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।

অভিযানের বিষয়ে ফয়সাল আহমেদ জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা অনুযায়ী উজ্জ্বল হোসেনকে এ জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং পরিবেশ রক্ষায় এ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *