কুষ্টিয়ায় মিরপুরে মিরপুর প্রেসক্লাবের নেতৃত্বে মারফত আলী আফ্রিদি-রাশেদুজ্জামান রিমন

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি মারফত আলী সভাপতি ও দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রিমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

মিরপুর প্রেসক্লাবের ২২ জন ভোটারের মধ্যে ২০ জন ভোটার তাদের ভোট প্রয়োগের মাধ্যমে আগামী ২ বছরের জন্য ১১ সদস্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এ সময় তিনি জানান, সভাপতি পদে দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর প্রতিনিধি মারফত আলী আফ্রিদি ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি আছাদুর রহমান ৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রিমন ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক সত্য খবরের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন মন্ডল ৭ ভোট পেয়ে পরাজিত হন।

কোষাধ্যক্ষ পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক কুষ্টিয়ার দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডেইলি পিপলস টাইমসের জেলা প্রতিনিধি জাহিদ হোসেন জিহাদ ৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এছাড়াও ৮টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা, তারা হলেন সহ-সভাপতি পদে আব্দুস সালাম ও জমির উদ্দীন।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে কুদরতে খোদা সবুজ, প্রচার ও দপ্তর সম্পাদক পদে আহসান হাবিব উজ্জ্বল, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আব্দুল মালেক জোয়ার্দ্দার এবং নির্বাহী সদস্য পদে বাবলু রঞ্জন বিশ্বাস ও মহাম্মদ আলী জোয়ার্দ্দার।

এ ব্যাপারে জানতে চাইলে মিরপুর প্রেসক্লাব দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ এর প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মিরপুর প্রেসক্লাবের নির্বাচন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মিরপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক পন্থায় ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *