চুয়াডাঙ্গায় কুয়াশা ঝরছে বৃষ্টির মতো

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

শীতের তীব্রতা না থাকলেও দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার ঘনত্ব। ঘণ কুয়াশায় দৃষ্টিসীমা কমে এসেছে।

 

এমন পরিস্থিতিতে সবচে বেশি বিপাকে পড়তে হচ্ছে সড়ক-মহাসড়কে চলাচল করা যানবাহন গুলোকে। হেড লাইট জ্বালিয়ে ও নিয়ন্ত্রিত গতিসীমা বজায় রেখে চলচল করছে জানবাহন গুলো।

 

সকাল থেকে রাস্তায় ও বাজারঘাটে সাধারণ মানুষের চলাচল একেবারেই কম লক্ষ করা গেছে। বিপাকে পড়েছেন খেটেখাওয়া দিনমজুর শ্রেণীর মানুষ। কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে ছিন্নমূল মানুষের জীবন।

 

আন্তজেলা বাস চালক জিল্লু বলেন, আজ যেন অতিরিক্ত কুয়াশা পড়ছে। গাড়ি চালাতে কষ্ট হয়ে যাছে।একদম স্বল্পগতিতে গাড়ি চালাচ্ছি যাতে কোনো ধরনের দূর্ঘটনার সম্মুখীন হতে না হয়।

 

ট্রাক চালক বলেন, কুয়াশা নয় যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। ৫০/৬০ ফিটের পরে আর কিছুই দেখা যাচ্ছে না। হেড লাইট, ফগ লাইট জালিয়ে চলছি।

 

 এক স্কুল শিক্ষক বলেন, ভোর থেকে মনে হচ্ছে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। কুয়াশার ঘনত্ব এতো বেশি যে ১০/১৫ মিটার সামনে কিছুই দেখা যাচ্ছে না। খুব আস্তে-ধীরে বাইক চালাতে হচ্ছে।

 

২৩ জানুয়ারি, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার সকাল ৬ টায় জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আদ্রতা ছিলো ৯৭ শতাংশ।

 

আর সকাল ৯ টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৯৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *