অনলাইন ডেস্ক :
রেলের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার (২৯ ডিসেম্বর) রাত তিনটার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রানিং স্টাফদের নেতা সাইদুর রহমান। তিনি বলেন, আজ রাত থেকেই ট্রেন চলাচল শুরু হবে। আর আমাদের দাবি মেনে নিয়ে আজকেই প্রজ্ঞাপন প্রকাশ করা হবে- এমন আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কমলাপুর ও রেল ভবনের দফায় দফায় বৈঠক হয়েছে। কিন্তু সমঝোতার প্রশ্নে কোনো সুরাহা হয়নি। দিনভর সমঝোতার দায়িত্বে ছিল জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বৈঠক সূত্র বলছে, আলোচনায় সমাধান বের করতে না পারায় মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে এর সঙ্গে যুক্ত করা হয়।
পরে রাতে তিনি বৈঠকে অংশ নেন। সমঝোতা হওয়ার পর সংশ্লিষ্ট নেতারা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় যান। সেখান থেকেই কর্মবিরতি প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।
ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লেখেন, রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার। শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সঙ্গে দেখা করেছি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.