ডিপি ডেস্ক :
অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদরের কালীরচর গ্রামের অদূরে মেঘনা নদীতে কানা জহির ও কিবরিয়া মিজি নামে দু’দল ডাকাত গ্রুপের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রিফাত (২৮) ও রাসেল ফকির (৩৩)। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুব আলী (৪০) নামে এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা সদরের আধারা ইউনিয়নের কালীরচর গ্রামের অদূরে মেঘনা নদীতে দুই দল ডাকাত বাহিনীর লোকজনের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে। তবে ঘটনাটি চাঁদপুরের মোহনপুর এলাকার মেঘনা নদীতে। তাই আমরা বেশি কিছু বলতে পারবো না।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.