Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বাসায় ঢুকে দুই শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

ডিপি ডেস্ক :

 

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে বাসায় ঢুকে দুই বোনকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রেজাউল করিমকে (৫০) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ধর্ষণের এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের একজনের বয়স মাত্র ৮ বছর। আরেকজনের বয়স ১৬ বছর ও বাকপ্রতিবন্ধী।
জানা যায়, ধর্ষণের শিকার দুই বোনকে উদ্ধার করে বুধবার মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই জসিম উদ্দিন বলেন, বাবা-মায়ের বাইরে থাকার সুযোগে একই বাসার নিচতলার ভাড়াটিয়া রিকশাচালক রেজাউল করিম (৫০) ওই দুই শিশুকে ধর্ষণ করে। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) ভর্তি করা হয়। 

তিনি জানান, এ ঘটনার অভিযুক্ত রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন।

Exit mobile version