Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

খোকসায় নিখোঁজের তিন দিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার খোকসায় নিখোঁজের তিন দিন পর ভ্যান চালকের অর্ধগলিত জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় খোকসা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের মডেল টাউন নামের একটি বেসরকারী আবাসন প্রকল্প থেকে নিখোঁজ ভ্যানচালক আজাদের মৃতদেহটি উদ্ধার করা হয়। 

মৃতদেহের পরনের নীল রঙের টাওজার, ছাই রঙের জ্যাকেট ও লাল রঙের চাদর দেখে নিহত ভ্যান চালকের ছেলে রিপন হোসেন তার বাবার মৃতদেহ সনাক্ত করে। মৃতদেহটি একটি জমির সীমানা প্রাচীরের মধ্যে বালি দিয়ে চাপা দেওয়া ছিল। নিহত আজাদকে জবাই করে হত্যা করা হয়েছে। তিনি শিমুলিয়া ইউনিয়নের বিলজানি চরপাড়া গ্রামের বক্কারের ছেলে।    

স্থানীয়রা জানায়, বিকালে কয়েকটি কুকুর বালির নিচে থেকে মৃতদেহের আংশিক তুলে ফেলে। এ সময় এলাকায় প্রচন্ড দুগন্ধ ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে উৎসুক নারী পুরুষ মৃতদেহ ঘিরে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে বালির নিচে থেকে মৃতদেহটি উদ্ধার করে। 

নিহত ভ্যান চালকের ছেলে রিপন হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে ভাড়া মারার জন্য তার বাবা ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এই খবর পেয়ে সে ঢাকা থেকে বাড়ি ফিরে খোকসা থানায় জিডি করে। রবিবার বিকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে বাবার মৃতদেহ সনাক্ত করেন।    

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাঈনুল ইসলাম জানান, মডেল টাউন থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় নিশ্চিত হয়েছেন। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Exit mobile version