Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ইজতেমা ময়দানের ২ কিমির মধ্যে ড্রোন উড্ডয়নের ওপর জিএমপির নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক :

 

বিশ্ব ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে ড্রোন ও ড্রোন ক্যামেরা অথবা ভিডিওসহ অন্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস উড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

 

রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে জিএমপির এক গণবিলুপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

গণবিলুপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা ২০২৫ চলমান রয়েছে। বিশ্ব ইজতেমা দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হয়।

এতে বলা হয়, মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকার দুই কিলোমিটারের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) অনুমতি ব্যতীত ২ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ও ড্রোন ক্যামেরা অথবা ভিডিওসহ অন্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস উড়ানো বা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Exit mobile version