

ডিপি ডেস্ক :
ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
তবে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খান শফিক। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মেডিক্যল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা জানান, শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্রশিবির এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।