Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মেসি সবাইকে ছাড়িয়ে

খেলার খবর : মঞ্চে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি হয়ত আগে থেকেই আঁচ করেছিলেন। এবারেও হচ্ছে না। লিওনেল মেসি এসেছেন রাজকীয় ভঙ্গিমায়। এমনকি গ্রীন কার্পেটে উপস্থাপকের অনুরোধ উপক্ষো করে ঝড়ের গতিতে গিয়ে আসন নিলেন মিলানের লা স্কালা থিয়েটারে নির্ধারিত স্থানে। একে একে পুরস্কার ঘোষণা হলো। দর্শকদের হৃদস্পন্দন বাড়ল। শেষটায় ঠিকই মেসিভক্তরা উল্লাসে ফেটে পড়ল। থিয়েটার রুমে জোর করতালি চলল। লিওনেল মেসি ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন। সেই ২০১৫ সালে ফিফা ব্যালন ডি’অর ট্রফি জিতেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরপর ক্রিস্টিয়ানো রোনালদো আর লুকা মডরিচ তিনবার লিওনেল মেসিকে সেরা হতে দেননি। গত মৌসুমে ৫৮ ম্যাচে গোল করেছেন ৫৪টি। এছাড়াও ২০টি গোলে এসিস্ট করেছেন। এরই পুরস্কার পেলেন এবার। এর আগে মেসি ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে ফিফার বর্ষসেরা পুরস্কার জয় করেছিলেন।

এবার জয় করায় সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো পাঁচবার ফিফার বর্ষসেরা হয়ে দুই নম্বরে আছেন। ফিফা ব্যালন ডি’অর ২০১৫ সালে আলাদা হওয়ার পর ২০১৬ সালে ফিফা শুরু করে দি বেস্ট ফিফা মেনস প্লেয়ার পুরস্কার। প্রথম ও দ্বিতীয়বার এই ট্রফি জয় করেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত বছর এই ট্রফি জিতেন রাশিয়া বিশ্বকাপে ফাইনাল খেলা ক্রোয়েশিয়ান অধিনায়ক লুকা মডরিচ। তবে এবার লিওনেল মেসিকে পেছনে ফেলতে পারেননি কেউই। মেসি ৪৬ পয়েন্ট পেয়ে সেরা হয়েছেন। ৩৮ পয়েন্ট নিয়ে লিভারপুলের ভার্জিল ফন ডাইক দ্বিতীয় ও ৩৬ পয়েন্ট নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো তৃতীয় হয়েছেন। এদিকে ফিফার বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপজয়ী তারকা মেগান র‌্যাপিনো। এছাড়াও সেরা কোচের পুরস্কার জয় করেছেন লিভারপুলের জার্গেন ক্লপ। লিওনেল মেসি আবারও ফিফার বর্ষসেরা হওয়ায় চারদিক থেকেই অভিনন্দন বার্তা পেয়েছেন। গ্যারি লিনেকারসহ আরও অনেকে টুইটারে মেসিকে অভিনন্দন জানিয়েছেন। আর মেসি নিজে বলেছেন, ‘আমি দলীয় সফলতায় বিশ্বাস করি। তবে আজকের (সোমবার) রাতটাও আমার জন্য বিশেষ রাত।’

Exit mobile version