

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবির) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাস্থ কুষ্টিয়া ব্যাটালিয়নের হলরুমে এ আনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টরে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রিন্সিপাল কর্নেল এসএম রাকিব ইবনে রেজওয়ান, ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ, যশোর সেক্টরের গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম রব্বানী, মিরপুর ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মোর্শেদ, চুয়াডাঙ্গা বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামিল আক্তার, ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, ২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলাটি যশোরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুল আলম শিকদার, কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মো. শফিকুল ইসলাম ও সহকারী পরিচালক মেজর শামীম, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিবি করিমন্নেছা।